সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছুরিকাহত রোহিঙ্গা যুবক চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা ছুরিকাহত এক রোহিঙ্গা যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকালে কক্সবাজার জেনারেল হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আহত আব্দুর রহিম (২৫) মংডুর নাপোড়া এলাকার মকবুল আহমেদের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মিয়ানমারে ছুরিকাঘাতে আহত হওয়ার পর বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছিল রহিম। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রসঙ্গত প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করে আহতরা। শুরুতে গুলিবিদ্ধ, দগ্ধ এবং হাত-পা ভাঙ্গা আহত মানুষের সংখ্যা ছিল বেশি। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হচ্ছে।