সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে চীন

প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬:১৮ অপরাহ্ন

চট্টগ্রাম: এবার রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠিয়েছে চীন। দেশটির পাঠানো ৫৭ দশমিক শূন্য তিন টন ত্রাণ বিমান চট্টগ্রামে এসে পৌঁছেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ‘চায়না কার্গো’ বিমানে করে এসব ত্রাণ আসে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, চীনের পাঠানো ৫৭ টনের মধ্যে সবমিলিয়ে ২২০০ পিস ত্রাণসামগ্রী রয়েছে। বৃহস্পতিবার সকালে চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরও একটি ফ্লাইট আসার কথা রয়েছে। দুটি বিমানের ত্রাণই বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এছাড়া যুক্তরাজ্য থেকে একটি ত্রাণবাহী বিমান বৃহস্পতিবার বিকেলে আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।

প্রসঙ্গত রোহিঙ্গাদের জন্য এখন পর্যন্ত বিভিন্ন দেশ, রেডক্রস ও রেডক্রিস্টেন্ট মিলিয়ে প্রায় ৫৫০ টনের মত ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, চীন একটি বিমানে ৫৭ টন, সৌদি আরব একটি বিমানে ৯৪ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে করে ৭৭ টন, ইরান দুটি বিমানে ৬৮ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন ও মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে। এছাড়া মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ১০১ দশমিক পাঁচ টন ও জাপানি রেডক্রস ১৮ দশমিক পাঁচ টন ত্রাণ পাঠিয়েছে।