সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘মরা গরু’র মাংস বিক্রি, তিনজনকে কারাদণ্ড

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর ২০১৭ | ৯:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: ‘মরা গরু’র মাংস বিক্রির অভিযোগে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে তিনজনকে এক মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী।

দণ্ডিত তিনজন হলেন- মো. সিরাজ, মো. ফারুক ও লিটন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী বলেন, ‘মরা গরুর মাংস বিক্রি হচ্ছে- স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে বাজার ব্যবসায়ী সমিতির নেতা ও পুলিশ সদস্যদের নিয়ে চৌধুরীহাট বাজারে গিয়ে তিনজনকে আটক করি।’

‘বিক্রেতাদের দাবি এটা মরা গরু নয়। গতকাল গরুটি জবাই করা হয়েছিল। বিদুৎ না থাকায় ফ্রিজে রাখা মাংস নষ্ট হয়ে গিয়েছিল। যেহেতু বাসি মাংস বিক্রি আইনত দণ্ডনীয় তাই প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’ – যোগ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী।