মোকাম্মেল সিয়ামের কবিতা


শুভ প্রলয়-বান

মিথ্যেরা সব বেকুব হলো সত্যবর্ণ সভায়
কুটচালেরা পুড়ল সবে সত্যদীপ্ত আভায়।

জান্তারা সব যুদ্ধ ভুলে ভাসায় প্রমোদ তরী
জিঘাংসাকে হত্যা করে দূরে ঠেলে বৈরী।

বৃদ্ধরা সব হোঁচট খেয়ে উল্টে হলো শিশু
শ্রীকাতরকে কবর দিয়ে ছুটল শুভ পিছু।

ধর্মবিদের জ্ঞান খুলেছে লজ্জা পেয়ে শেষে
বিভাজনকে পুড়ল চিতায় মানুষ ভালোবেসে।

মোড়লরা আজ বেকার হয়ে দুঃখে মরে সবে
অভিসন্ধি লঙ্ঘি মানুষ শান্তি চিনল যবে।

গহীন বনে রব উঠেছে বাজল সুরের মেলা
লোকালয়ে ভাঙলো কাতর লোভাতুরের খেলা।

আকাশ পাড়ে জমা ছিল সুখের জলের নদী
ঝরবে অঝর বৃষ্টিধারা ভালোবাসো যদি।

প্রেমের ঘরের দরজাখানি আজকে হলো খোলা
এবার সবার বিশুদ্ধতায় ভালোবাসার পালা।

৭ অক্টোবর, ২০১৭ খ্রিষ্টাব্দ।

শুভ স্বাগতম

মনের মাঝে রণের সাজে যে ধরেছে পণ
জেতার বাজি মুঠোয় নিতে যে লড়বে রণ,
যে বাজাবে মধুর বাঁশি দূরে ঠেলে বিষ
যে যোগাবে সাহস বুকে সদা অহর্নিশ—

হৃদয় মাঝে আজ জেগেছে সেই বীরত্ব মন
জীবনযুদ্ধ মাঠে তোমায় সাদর সম্ভাষণ।

যে কুড়াবে রুপার কাঠি যে জাগাবে প্রাণ
যে করবে রাজকুমারীর দুঃখ অন্তর্ধান,
যে ফোটাবে ঠোঁটে হাসি যে পরাবে মালা
যে করবে বিস্মৃত মনের দহন জ্বালা—

ধরা মাঝে আজ জেগেছে সেই দুর্বার প্রাণ
ভালোবাসার যুদ্ধে তোমায় তুমুল আহ্বান।

ভ্রান্তি যতো পায়ে দলে চোখে জ্বেলে আলো
যে দেখাবে শাশ্বত পথ ভেঙে তিমির কালো,
যে তোমাকে ভাষা দেবে বাঙ্ময় করে মুখ
যে বর্ণালির বিচ্ছুরণে রাঙবে তোমার চোখ-

আঁধার মাঝে আজ জেগেছে সেই মাহেন্দ্রক্ষণ
আলোর সেই মিছিলে তোমায় উজাড় আমন্ত্রণ।

নির্যাতিতের পক্ষ নিয়ে লড়বে যে জন বীর
শোষকের ভীত নেড়ে দিয়ে গড়বে সাম্য নীড়,
কলুষতা আর পঙ্কিলতা পেছনে ফেলে দূর
ন্যায়পালের প্রতীক হয়ে আনবে নতুন ভোর-

ভুবন মাঝে আজ জেগেছে সেই প্রাপ্তির দম
সুন্দর সেই মজলিসে তোমায় শুভ স্বাগতম।

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ খ্রিষ্টাব্দ।