সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ১০:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নোমান হোসেন (২০) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর ইছাখালী গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার এএসআই জহিরুল হক বলেন, রেললাইন ধরে হাঁটছিলেন নোমান। এসময় পেছন থেকে ডেমু ট্রেন তাকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। নোমানের মানসিক সমস্যা ছিল বলে তার স্বজনরা জানিয়েছে।