চট্টগ্রাম: ঋণ নিয়ে দুই কোটি টাকা আত্মৎসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক এক কর্মকর্তাসহ দুজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আইএফআইসির সাবেক ফার্স্ট অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এম এম মঈনুল কবির ও চট্টগ্রামের আসাদগঞ্জের মেসার্স আর কে এন্টারপ্রাইজের মালিক রেজাউল করিম। মঈনুল বর্তমানে মধুমতি ব্যাংক লিমিটেডের গুলশান অ্যাভিনিউ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বলেন, ২০১৫ সালে আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে দুই কোটি টাকা ঋণ নেন ব্যবসায়ী রেজাউল কবির। আত্মসাতের জন্য সেই টাকা রেজাউল কবির তার অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তরও করেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় দুদকের উপসহকারী পরিচালক আব্দুল আউয়াল বাদী হয়ে সোমবার একটি মামলা করেছেন। মামলার পরই বিকেলে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।