মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে জাপান

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম: রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় মেডিকেল সেন্টার স্থাপনের জন্য সাড়ে ১৮ টন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে জাপান রেডক্রস সোসাইটি। সোমবার বিকালে এসব সরঞ্জাম নিয়ে একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

বাংলাদেশের পক্ষে এসব সরঞ্জাম গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান। এসময় জাপান রেডক্রসের প্রতিনিধি তাকাফুমি ইয়ামাদা ও কেনসুকি কাওয়াই, নিপ্পন এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট কাজুহিরো জোবাইয়াকাওয়া এবং রেডক্রিসেন্ট চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান বলেন, কক্সবাজারের কুতুপালংয়ে মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ওষুধ ও মেডিকেল টিমের সদস্যদের নিয়ে আরেকটি বিমান আসবে।

প্রসঙ্গত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৯২ টনের মত ত্রাণ চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে। ভারতসহ আরও কয়েকটি দেশ থেকে আরও ত্রাণ আসার কথা রয়েছে।