সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আইএমইআই বদলানো ও চোরাই মোবাইলসহ গ্রেফতার ৮

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে মোবাইল ফোন সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডিন্টিটি) নম্বর পাল্টানো ও চোরাই মোবাইলসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর সোমবার বিষয়টি জানায় পুলিশ। এই অভিযানটি পরিচালনা করে চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নুর নবী (৪০), মোঃ আলী হোসেন (৩০), অজিত চক্রবর্তী ওরফে টুকু (৪৩), মোঃ তারেক হোসেন (২৪), ছাবের আহাম্মদ (২৬), মোঃ মিজানুর রহমান (২১), আরিফুল ইসলাম ওরফে শাওন (১৮) ও মাইন উদ্দিন জিহান (১৮)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি সাত রাস্তার মোড়, রিয়াজ উদ্দিন বাজার ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানা এলাকা হতে ৫৬টি চোরাই এবং আইএমইআই পরিবর্তিত ৩৬টিসহ বিভিন্ন ব্রান্ডের মোট ৯২টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে রিয়াজ উদ্দিন বাজারে বৈধভাবে ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কমদামে ক্রয় করে বেশি দামে বিক্রয় করে বলে জানায়। একইসাথে মোবাইল ফোনের আইএমইআই নাম্বার পরিবর্তন করে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।