চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস টেলিগ্রাম রোডের কুতুব হোটেল এন্ড রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালীর জলদী মহাজন বাড়ীর মৃত মনিন্দ্র দাশের ছেলে দেবু দাশ (৩২), পটিয়ার কুসুমপুরা এলাকার মিলন দেবনাথের ছেলে সবুজ দেবনাথ (২৯)। তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলবার, একটি ওয়ান স্যুটার গান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এএএম হুমায়ুন কবীর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হাজারী গলি এলাকার বাসায় ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্রসহ উক্ত স্থানে একত্রিত হয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।