সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চমেকে ভর্তি

প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৭ | ৪:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার দিবাগত রাতে তাদের কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন। এইচআইভি ভাইরাস আক্রান্ত একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর। সাপের কামড় খাওয়া এক বৃদ্ধকেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করে আহতরা। শুরুতে গুলিবিদ্ধ, দগ্ধ এবং হাত-পা ভাঙ্গা আহত মানুষের সংখ্যা ছিল বেশি। এখন নানা রোগে আক্রান্তরা আসছেন। চিকিৎসা শেষে তাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হচ্ছে।