ঢাকা : শ্রম আইন লঙ্ঘন মামলায় সাজার বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে রবিবার (২৭ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি ট্রাইব্যুনালে জামিনও চাইবেন তিনি। শনিবার (২৮ জানুয়ারি) সকালে এমন তথ্য জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী প্যানেলের প্রধান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আগামীকাল (রবিবার) সকালে আমরা আপিল করতে যাবো। ড. মুহাম্মদ ইউনূস স্যার আদালতে উপস্থিত থাকবেন। একইসঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনও চাইবেন তিনি।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান ইউনূসসহ ৪ জন। সেই সময়সীমা শেষ হবে ৩১ জানুয়ারি।
আপিলের বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, আমরা রোববার আপিল করব। এ সময় ড. ইউনূসসহ অন্যরা উপস্থিত থাকবেন। বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম বাতিল করে ইতোমধ্যে দেশে ফিরেছেন তিনি। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা তাদের খালাস চাইব। এটা আমাদের সিদ্ধান্ত।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া দুটি ধারায় তাদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।