শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৫ | ১:০৬ অপরাহ্ন

president

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম: চট্টগ্রাম বৌদ্ধবিহার পরিদর্শনে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মঙ্গলবার বৌদ্ধবিহার পরিদর্শনের সময় একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করবেন রাষ্ট্রপতি। এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে বন্দরনগরীতে নেয়া হচ্ছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় হেলিকপ্টারযোগে নগরীর হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারি ক্যাম্পে আসবেন। সেখানে একটি পুর্নমিলনী ও ভাস্কর্য উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। দুপুরের আহার শেষে রাষ্ট্রপতি বিকেল ৩টায় যাবেন ১২৭ বছরের পুরনো চট্টগ্রাম বৌদ্ধবিহারে। রাষ্ট্রপতি বৌদ্ধবিহার পরিদর্শন শেষে রেডিসন ব্লু হোটেলে যাবেন। সেখানে প্রেসিডেন্ট স্যুটে রাষ্ট্রপতি রাতযাপন করবেন। বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে রাষ্ট্রপতি কক্সবাজার যাবেন।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, রাষ্ট্রপতির চট্টগ্রাম সফর উপলক্ষে হালিশহর আর্টিলারি ক্যাম্প থেকে নন্দনকানন বৌদ্ধবিহার ও রেডিসন ব্লু হোটেল পর্যন্ত সড়কে কয়েক দফা নিরাপত্তা মহড়া দিয়েছে পুলিশ। এছাড়া নগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। রাষ্ট্রপতিকে নিরাপত্তা দিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি দল ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির চট্টগ্রাম শাখার সহ-সভাপতি নৃপতি রঞ্জন বড়ুয়া বলেন, বৌদ্ধবিহারে এখন সাজ সাজ রব চলছে। রাষ্ট্রপতির গাছ রোপণের জায়গাটিকে শ্বেতপাথর দিয়ে বাধাই করে দেয়ার কাজ চলছে। এছাড়া পুরো বৌদ্ধবিহারকে ধুয়ে মুছে নতুনভাবে সাজানো হচ্ছে।