চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় লাখ লাখ রোহিঙ্গার প্রাণ বেঁচে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
মায়ানমারে চলমান জাতিগত সহিংসতা ও গনহত্যার হাত থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তু শিবির পরিদর্শনকালে রোহিঙ্গাদের সাথে কথা বলেন তিনি।
রোববার বালুখালীর অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শনকালে রোহিঙ্গাদের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কোন মূল্য রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বদ্ধপরিকর বলে জানান মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ করনীয় ও পদক্ষেপ নিতে সরকারের বিভিন্ন মন্ত্রনালয় ও দলীয় সংগঠনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে যুক্তরাস্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট নিয়ে সার্বক্ষনিক যোগাযোগ রেখে দিকনির্দেশনা দিচ্ছেন।
মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ত্রাণ বিতরণে সরকার শতভাগ সচ্ছতা নিশ্চিত করতে ইতিমধ্যে সেনাবাহিনীর সহযোগিতা গ্রহন করেছে সরকার। জমি বরাদ্দ করে রোহিঙ্গাদের থাকার জন্য ঘর নির্মান করা হচ্ছে। বহিবিশ্বের উন্নত দেশগুলো যখন শরনার্থী আশ্রয় না দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্ত গ্রহন করছে তখন বাংলাদেশের মতো ক্ষুদ্র রাষ্ট্র তার প্রতিবেশী দেশের এত বিশাল জনগোষ্টিকে নিজেদের ভূমিতে আশ্রয় দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই ক্যাম্পে চট্টগ্রাম বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সার্বিক সহযোগিতায় রোহিঙ্গাদের জন্য সপ্তাহব্যাপী চলা ‘লঙ্গরখানা’ এর ত্রান বিতরন অনুষ্ঠানে অংশগ্রহন করেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ত্রান বিতরন শেষে উপস্থিত গনমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, মানবিক সংকট ও দূর্যোগ মোকাবেলায় সরকার ও প্রশাসনের পাশাপাশি বেসরকারী উদ্যোগে বাংলাদেশের মানুষ রোহিঙ্গাদের পাশে যেভাবে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে তা দৃষ্টান্ত হয়ে থাকবে। জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্য বিশ্লেষন করলে বাঙ্গালী হিসাবে আমরা গর্বিত হই।
বর্তমানে শরনার্থী ক্যাম্পে অবস্থানরত নারী শিশুদের জ্বর, ডায়রিয়া নির্মূলে সরকার কাজ করছে বলে এসময় জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, নগর যুবলীগ সদস্য এস এম সাঈদ সুমন, নূরুল আনোয়ার, দেলোয়ার হোসেন দেলু, রবিউল হোসেন, সাইফুল ইসলাম, আশরাফুল গনি।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারন সম্পাদক নূরুল আজিম রনি, চবি ছাত্রলীগ সাধারন সম্পাদক ফজলে রাব্বি সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আব্দুর রহিম সামীম সহ প্রমুখ