সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পূজা মন্ডপে অনুদান দিলেন মেয়র আ জ ম নাছির

প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৭ | ৬:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীর ২৬৬টি পূজা মন্ডপ, পুজা উদযাপন পরিষদ ও সেবক কলোনী পুজো উদযাপন কমিটিকে অনুদান দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার বিকেলে মেয়রের আন্দরকিল্লাস্থ বাসভবনে নগরীর পুজা মন্ডপগুলোর অনুদানের টাকা তুলে দেন মেয়র।

এসময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নাগরিক সেবার অংশ হিসেবে এবারের দূর্গোৎসবে ১৩ লক্ষ ৩০ হাজার টাকা সার্বজনিন অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত পুজা উদযাপন পরিষদকে ২২ লক্ষ টাকা, ৪টি সেবক কলোনী পুজো উদযাপন কমিটিকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। যা সিটি কর্পোরেশনের ইতিহাসে বিরল ঘটনা।

তিনি আরো বলেন, মিয়ানমার থেকে আগত শরনার্থীদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ১ দিনের বেতন বাবদ ২০ লক্ষ টাকা, ঔষধপত্র বাবদ ৫ লক্ষ টাকা এবং বন্যা দূর্গতদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ১ দিনের বেতন বাবদ প্রায় ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে। মিয়ানমার শরনার্থীদের সেবা করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে স্বেচ্ছাসেবক প্রেরন করা হবে।

তিনি বলেন, দূর্গোৎসব শেষে প্রতীমা বিসর্জনের জন্য চসিক পতেঙ্গা এবং কালুরঘাটে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে আসছে তা আগামীতেও অব্যাহত থাকবে। আশ করছি অসাম্প্রদায়িক চেতনায় বাঙালির এ মহান উৎসবে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের পাশাপাশি সকল ধর্মীয় সম্প্রদায় সহযোগিতা অব্যাহত রাখবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু। এতে আলোচনা করেন, বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি অরবিন্দ পাল অরুন, সাধারন সম্পাদক সুজিত দাশ, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপন অর্পন ব্যানার্জি ও লায়ন আশিষ ভট্টচার্য্য প্রমুখ।