মোর্শেদ নয়ন : সকালের প্রথম ভাগে চট্টগ্রামের কর্ণফুলীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম।
ইছানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ইছানগর মেডিকেল কেন্দ্র, আয়ুব বিবি কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের মতো কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন নেই। সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম দুই ঘণ্টায় বাক্সে ভোট পড়ার হারও তুলনামূলকভাবে অনেক কম।
বেলা বাড়লে ভোটারদের উপস্থিতি কিছুটা বাড়তে পারে বলে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, রোববার অফিস-আদালত খোলা থাকায় ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। তাছাড়া সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় মানুষের কর্মব্যস্ততা হয়তো বেশী; যার কারণে হয়তো সকাল থেকে ভোটারের উপস্থিতি কম।
কর্ণফুলী উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু ছাঈদ জানিয়েছেন, প্রতি ২ কেন্দ্রে ১জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ৫ ইউনিয়নের ৪২টি নির্বাচনী কেন্দ্রে প্রতিটিতে ৭ জন পুলিশ, ১৩জন আনসার সদস্য এবং বিজিবি ও র্যাবের ৫টি করে স্ট্রাইকিং ফোর্স রয়েছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলে জানান চট্টগ্রামের পুলিশ সুপার নুরেআলম মিনা।