৪০০ বোতল ফেনসিডিলসহ তিনজন গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থানার ফৌজদারহাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আজাদ ভুঁইয়া (৪০), মানিক মিয়া (২৪) এবং ইমাম হোসেন (৩৪)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফৌজদারহাট ক্যাডেট কলেজ গেইটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। র‌্যাব সদস্যদের সঙ্কেত পেয়ে একটি ট্রাক থামার পর সেখান থেকে নেমে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় সীতাকুন্ড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।