রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাতকানিয়ায় উদ্ধারের পর রোহিঙ্গা পরিবারকে কক্সবাজারে ফেরত

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে রোহিঙ্গাদের একটি পরিবারের চার সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে কেওচিয়া ইউনিয়নের বরুমছড়া এলাকা থেকে তাদের উদ্ধারের পর কক্সবাজারে ফেরত পাঠানো হয়।

এই চারজন হলেন- আকিয়াব জেলার মংডু থানার শীলখালী এলাকার মো. অনোয়ার (২৩), তার ভাই মো. আজিজ (১৮), তাদের বোন নাঈমা বেগম (১৫) ও মা নুর বেগম (৪৫)।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরুমছড়ায় গিয়ে রোহিঙ্গাদের একটি পরিবারের চার সদস্যকে নিয়ে আসে পুলিশ। শনিবার সকালে তাদের কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

প্রসঙ্গত মিয়ানমারে দমন-পীড়নের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে। তবে এসব শরণার্থীকে কক্সবাজারে রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। এ প্রেক্ষিতে তাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সক্রিয় রয়েছে পুলিশ। ইতিমধ্যে চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া, সীতাকুন্ড, হাটহাজারী এবং নগরীর বাকলিয়া ও পতেঙ্গা এলাকায় কক্সবাজার থেকে আসা শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে শরণার্থী শিবিরে ফেরত পাঠায় পুলিশ।