রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী

প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর ২০১৭ | ১২:২৪ অপরাহ্ন

কক্সবাজার : রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ত্রাণ সহায়তার কার শুরু করেছে সেনা বাহিনী। শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে তারা। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী রোহিঙ্গা ক্যাম্পের স্যানিটেশন ব্যবস্থা থেকে শুরু করে অস্থায়ী আবাসন, ত্রাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করবে ।

বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষে অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ কারণে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। প্রশাসনের এ আহবানে আগ্রহ দেখিয়েছে সেনাবাহিনী ।

শুক্রবার শরণার্থী ক্যাম্প এলাকা পরিদর্শন করেছে তারা। কাজের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সার্বিকভাবে রোহিঙ্গাদের স্বাস্থ্য, খাদ্য, আবাসসহ সবধরনের মানবিক সহযোগিতা দেয়া হচ্ছে। আশ্রয়হীন রোহিঙ্গাদের জন্য প্রতিদিন একশো ২৯ ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এতে প্রতিদিন এক লাখ ২০ হাজার রোহিঙ্গা ত্রাণ সুবিধা পাচ্ছে। প্রতিদিন বিতরণ করা হচ্ছে ৫শ’ স্যানিটারি ল্যাট্রিন। এছাড়াও প্রতি ঘন্টায় দুই হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সার্বিকভাবে রোহিঙ্গাদের স্বাস্থ্য, খাদ্য, আবাসসহ সবধরনের মানবিক সহযোগিতা দেয়া হচ্ছে। বিশাল এ কর্মযজ্ঞ প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। নিরাপত্তার বিধানে পুলিশসহ আইন-শৃংখলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক।

এদিকে শুক্রবার পর্যন্ত ৫ হাজার একশো ১৯ জন রোহিঙ্গাকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে পাঠানো হয়েছে।