চট্টগ্রাম: মিয়ানমারে সেনাবাহিনীর হাতে নিহত রোহিঙ্গা মুসলমানদের জন্য গায়েবানা জানাজা হয়েছে চট্টগ্রাম নগরে; বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের চট্টগ্রাম নগর শাখা এই জানাজার আয়োজন করে।
শুক্রবার দুপুরে নগরের পুরাতন রেল ষ্টেশন চত্বরে এই জানাজা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত।
গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম নগর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠিকে জাতিগতভাবে নির্মুলের লক্ষ্যে সেনাবাহিনী গণহত্যা, গণধর্ষণ, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান জা¦লিয়ে দিয়ে প্রায় ১৫ লক্ষাধিক মানুষকে সে নিজ দেশ থেকে বিভিন্ন দেশে তাড়িয়ে দিয়েছে।
অবিলম্বে এই জঘন্য মানবতাবিরোধী অপরাধের জন্য অং সান সূচি এবং সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে বলে দাবি তোলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ভূমিকা রাখা রাজনৈতিক দল জামায়াতের নেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান।
গত ২৫ আগষ্ট থেকে রোহিঙ্গারা বাঁচার জন্য বাংলাদেশে শরণার্থী হিসাবে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ করেছে। ইতিমধ্যে প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৮২ সাল থেকে এই রোহিঙ্গা নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে মিয়ানমার সরকার।
জামায়াতের চট্টগ্রাম নগর আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, রোহিঙ্গা মুসলমান নাগরিকদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন এবং তাদের জন্য নিরাপদ অঞ্চল গঠন করে তাদের নাগরিকত্ব পুনর্বহাল করতে হবে। অবিলম্বে গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ বন্ধ করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নগর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ নজরুল ইসলাম, এসিসটেন্ট সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ছাত্রশিবির নগর উত্তর সভাপতির তাওহিদুল ইসলাম, নগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি সাদমান সালেহ্, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সহ-সভাপতি কাজী মুহাম্মদ জাহাঙ্গির হোসাইন।
গায়েবানা জানাজা পূর্ব সমাবেশে উপস্থিত ছিলেন, নগর কর্মপরিষদ সদস্য ডা: মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, ফয়সাল মুহাম্মদ ইউনুছ,মোরশেদুল ইসলাম চৌধুরী ও এম.এ.আলম প্রমুখ।