রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে এপেক্স বাংলাদেশের বোর্ড মিটিং অনুষ্ঠিত

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৭ | ১১:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: সামাজিক সংগঠন এপেক্স বাংলাদেশের তৃতীয় বোর্ড মিটিং ২০১৭ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল (ইউ/সি) এর আয়োজনে নগরীর একটি হোটলে এই বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।

এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সসিয়ান খুরশেদ আলম অরুণের সভাপতিত্বে বোর্ড মিটিং এ উপস্থিত ছিলেন এপেক্সসিয়ান সৈয়দ মোয়জ্জেম হোসেন সেবুল (এনভিপি), এপেক্সসিয়ান রেজাউল ইসলাম (আইপিএনপি), এপেক্সসিয়ান কুতুব উদদৌলাহ (পিএআইপি, এলজি, পিএনপি), এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি এপেক্সসিয়ান জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ এপেক্সসিয়ান মো. হাবিবুল্লাহ।

সভায় আটজন ডিস্ট্রিক গভর্নর, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল (ইউ/সি) প্রতিষ্ঠাতা সভাপতি এপেক্সসিয়ান বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক নিয়ে আলোচনা হয়।