ঢাকা: জাতির জনকের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে ‘ইতিহাস কথা বলে, সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা ও প্রমাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে; জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার বিকেলে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলের জাতীয় বিশ্ববিদ্যালয় এর উপ-উপাচার্য ড. মশিউর আলম, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট এর প্রধান নির্বাহী মশুরা হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু’র জীবন ও কর্মের ওপর এক প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম তার বক্তব্য মুক্তিযুদ্ধের সময় কুষ্টিয়া মুক্তকরণের ইতিহাস এবং অস্থায়ী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রেক্ষাপট এবং ওই দিনের ঘটনাবলী তুলে ধরেন। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ তার বক্তব্য বঙ্গবন্ধু’র স্মৃতি বিজড়িত সলিমুল্লাহ মুসলিম হলে বঙ্গবন্ধু’র স্মৃতি রক্ষার দাবি জানান।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্ট এর প্রধান নির্বাহী মশুরা হক তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু’র সোনার বাংলা নির্মাণে সঠিক তথ্য সংবলিত ইতিহাস পাঠ এবং আদর্শ বুকে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে অতিথিরা হল প্রাঙ্গণে প্রদর্শনী ঘুরে দেখেন।
সলিমুল্লাহ মুসলিম হলে তথ্যচিত্র ও আলোচনা সভার আয়োজন করায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টকে বিশেষ ধন্যবাদ জানান সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল।