চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে শাহ আমানত সেতুর টোল বক্সের পূর্ব পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আরিফুল হক (২৪) ও আব্বাস উদ্দিন (২৭)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দিন বলেন, টোল বক্সের পূর্ব পাশে এম রহমান কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালায়। এসময় আরিফুল ও আব্বাসকে আটকের পর তল্লাশি করা হলে তাদের কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর পাঁচ হাজার করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।