চট্টগ্রাম: ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইরানের পর এবার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য প্রায় ৯৪ টন ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার রাত ৩টার দিকে সৌদি আরবের ত্রাণবাহী কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর শুক্রবার সকাল ৯টায় ত্রাণগুলো গ্রহণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার বলেন, রোহিঙ্গাদের জন্য ৯৩ দশমিক ৮২ টন ত্রাণ পাঠিয়েছে সৌদি আরব। ত্রাণ সামগ্রীর মধ্যে তাবু, কম্বল, বিছানা চাদর, ময়দা, চিনি ও খেজুর রয়েছে। জেলা প্রশাসকের হাতে ত্রাণগুলো তুলে দেন সৌদি আরবের রয়েল দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর সেলিম। আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য ত্রাণগুলো কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
সৌদি আরবের ত্রাণ হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান, জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারি কমিশনার রমিজ আলম প্রমুখ উপস্তিত ছিলেন।
প্রসঙ্গত রোহিঙ্গাদের জন্য এই পর্যন্ত ৩৪৪ টন ত্রাণ সামগ্রী এসেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন, মালয়েশিয়া একটি বিমানে ১২ টন এবং সর্বশেষ শুক্রবার সৌদি আরব একটি কার্গো বিমানে করে ৯৪ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।