স্বামীর সঙ্গে রাগ করে না ফেরার দেশে মনোয়ারা

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে স্বামীর সঙ্গে রাগ করে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী মনোয়ারা বেগম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঢালঘাটা এলাকার আব্দুস সালামের স্ত্রী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় মনোয়ারাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনোয়ারার শশুর বাড়ির লোকজন জানিয়েছে স্বামীর সঙ্গে কোনো কারণে রাগ করেছিলেন মনোয়ারা। এর জের ধরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন ওই গৃহবধূ।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।