রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অটলকে কর্মস্থলে যেতে দেয়নি প্রাণঘাতি ট্রাক

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৭ | ১২:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: কর্মস্থলে যাওয়ার পথে চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় ট্রাক চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে চট্টগ্রাম কলেজ গেইটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটল তালুকদার (৩২) চকবাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধাউরডাঙ্গা এলাকার প্রাণহরি তালুকদারের ছেলে।

চকবাজার থানার এসআই পল্টু বড়–য়া বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য চট্টগ্রাম কলেজ গেইট থেকে রিকশা ভাড়া করছিলেন অটল। এ সময় গণি বেকারির দিক থেকে চকবাজারমুখী একটি ট্রাক ওই রিকশা ও আটলকে চাপা দিলে অটল গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়। আটক চালক আরমান হোসেন মামুনের (২৪) বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।