চট্টগ্রাম: বাংলাদেশ মানবাধিকার কমিশনের বাঁশখালী উপজেলা কমিটি গঠিত হয়েছে।
বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোছাইনকে সভাপতি ও সমাজসেবক আরিফুজ্জামান আরিফকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশনের এক সভায় এ কমিটি গঠন চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অজিত কুমার দাশ ও সাধারন সম্পাদক মোহাম্মদ জোবায়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।