রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রেলওয়ের দেড় একর জায়গা উদ্ধার

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৮:২১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের জানালি হাট রেলস্টেশন এলাকায় রেলওয়ের দেড় একর জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার এই অভিযানে নেতৃত্ব দেন পূর্ব রেলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা।

তিনি বলেন, নিরাপদ ট্রেন চলাচলের জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে আড়াইশটি কাঁচা ও সেমি পাকা স্থাপনা ভেঙ্গে জায়গা উদ্ধার করা হয়। উদ্ধার করা জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৮০ কোটি টাকা। দীর্ঘদিন ধরে এসব জায়গা অবৈধ দখলে ছিল।