চট্টগ্রাম: দুর্গাপূজায় বাজি ও পটকা ফোটানো থেকে বিরত থেকে কেন্দ্রীয় নির্দেশনা পালনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।
বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে পূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পটকা ও বাজি ফোটানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। মন্ডপের আশপাশে যাতে কোনো পণ্যের পসরা সাজিয়ে কেউ না বসে সেদিকে পূজা কমিটিকে সজাগ থাকতে হবে। ধর্মীয় বিধিবিধান পালন করতে গিয়ে কোনো কিছুতে যেন ঘাটতি না হয়, সেজন্য আপনারা সজাগ থাকবেন। নিরাপত্তা দিয়ে সেগুলো করানো হবে।
তিনি বলেন, চট্টগ্রাম নগরীতে মোট ২৩৩টি মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তিন হাজার সদস্য নিয়োজিত থাকবেন। পুলিশের ৯০০ ও আনসারের এক হাজার ৫৫৮ জন সদস্য মোতায়েন করা হবে। এর বাইরে ১৬টি থানা থেকে ৫৬টি মোবাইল টিমের বাইরে অতিরিক্ত আরও ১২টি ও ১৭টি করে মোবাইল টিম করা হয়েছে। পূজার শেষদিন পর্যন্ত তারা নিয়োজিত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, বিভিন্ন জোনের উপ-কমিশনার ও থানার ওসি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ এবং বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদ নেতারা।