চট্টগ্রাম: ছাত্রলীগ কর্মী ইয়াছিন আরাফাত হত্যা মামলায় যুবলীগ নামধারী ভয়ংকর সন্ত্রাসী অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমান এই আদেশ দিয়েছেন।
চট্টগ্রাম নগরের সিআরবির জোড়া খুনের মামলা আসামি অমিত মুহুরী নিজের বন্ধু ইমরানুল করিম ইমন হত্যা মামলায় গত ২ সেপ্টেম্বর গ্রেফতার হন। চট্টগ্রামে বহু সন্ত্রাসের জন্ম দেয়া এই সন্ত্রাসী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, গত ১১ ফেব্রুয়ারি নগরের রিয়াজউদ্দিন বাজার আমতল এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ও সিটি কলেজের ছাত্র ইয়াছিন আরাফাত নিহত হন। এ ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলায় অমিতকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।