জাল পরিচয়পত্রে বন্দরে প্রবেশের চেষ্টা, আটক ১

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে জাল পরিচয়পত্র দিয়ে প্রবেশকালে আল মোস্তাকিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বন্দরের ৫ নং গেট থেকে তাকে আটক করা হয়।

আল মোস্তাকিন যশোর জেলার ঠাকুরগাঁওয়ের শর্শা এলাকার শহীদুল ইসলামের ছেলে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আব্দুল গাফ্ফার বলেন, বন্দরে প্রবেশের জন্য যে ধরনের পরিচয়পত্র কর্মকর্তা-কর্মচারীরা ব্যবহার করেন, ঠিক একই ধরনের পরিচয়পত্র সম্পূর্ণ জাল করে বন্দরে প্রবেশের চেষ্টা চালান ওই ব্যক্তি। তাকে বন্দরের ৫নং গেট দিয়ে প্রবেশের সময় নিরাপত্তা বিভাগের কর্মীরা আটক করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।