এক নারীসহ চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনীর দমন অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীসহ চার রোহিঙ্গা অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দিবাগত রাতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন তাদের স্বজনরা।

এই চারজন হলেন- মংডু হাসুরাথা গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. হোসেন (৫০), আকিয়াব থাম বাজারের বাসিন্দা নজির হোসেন (৫০), আকিয়াবের বাসিন্দা তোফায়েল আহমেদের ছেলে মো. জাকির (২৮) ও মো. ফয়সালের স্ত্রী মোসাম্মৎ রাজিয়া (৩৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মাথা ব্যথা নিয়ে ভর্তি হন হোসেন। নজির হোসেন জন্ডিসে আক্রান্ত। মাথায় আঘাত নিয়ে চমেকে ভর্তি হয়েছেন জাকির। জ্বর এবং অন্য শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজিয়া।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নামে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসতে শুরু করে আহতরা। শুরুতে গুলিবিদ্ধ, দগ্ধ এবং হাত-পা ভাঙ্গা আহত মানুষের সংখ্যা ছিল বেশি। তবে বুধ ও বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে গুলিবিদ্ধ কেউ ছিল না।