রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত

প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৭ | ২:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় বাস চাপায় ও ট্রেনের ছাদ থেকে পড়ে দুইজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে ফৌজদারহাট বাইপাস ও ফৌজদারহাট রেল স্টেশনে এ দুই দুর্ঘটনা ঘটে।

বাস চাপায় নিহত মো. দুলাল (৩৫) চট্টগ্রাম নগরীর আকবার শাহ থানার কাট্টলী কর্ণফুলী আবাসিক এলাকার বাসিন্দা। ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত মো. সাগর (১৮) কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাতে ফৌজদারহাট বাইপাসে কালুশাহ মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ৭ নম্বর রুটের একটি মিনিবাস চাপায় দুলাল আহত হয়। পরে তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহীদুল ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কোন একটি ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে সাগর আহত হয়। রাতে ফৌজদারহাট স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে সাগরকে রেল লাইনের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।