চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজিজ নামে এক যুবক মারা গেছে। বুধবার দিবাগত রাতে বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ আবাসিক এলাকার আলী নগর ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত মো. আজিজের (২৪) গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। হিলভিউ আবাসিক এলাকার আলী নগর ২ নম্বর রোডে তিনি বসবাস করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে নিজ বাসায় মোবাইল ফোনের চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজ। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।