রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী গ্রেফতার

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ | ৬:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে স্ত্রীর মুখে এসিড ছুড়ে পালিয়ে থাকা এক স্বামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব-৭। বুধবার বিকেলে আনোয়ারা উপজেলার কাফকো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. আনোয়ার (২৮) নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট ওয়ালী উল্লাহ পাড়ার বাসিন্দা। ভুক্তভোগী সাদিয়া সুলতানা লিজা চান্দগাঁও এলাকায় একটি বিউটি পার্লারে কাজ করেন। এই দম্পতির দুই বছর বয়সী একটি সন্তান আছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, প্রেমের সম্পর্কের সূত্রে তিন বছর আগে পরিবারের অমতে আনোয়ারকে বিয়ে করেন লিজা। মাদকাসক্ত আনোয়ার কোন কাজ করতেন না। এ নিয়ে কলহের জেরে গত ১৪ সেপ্টেম্বর নিজের বাসায় স্ত্রী লিজাকে এসিড ছুড়ে মারে আনোয়ার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে।