রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রাম কাস্টমসের সাবেক দুই কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ | ৬:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: ৪০৪ মেট্রিক টন গ্লিসারিন আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি চট্টগ্রাম কাস্টমসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন- চট্টগ্রাম কাস্টমসের সাবেক সহকারী রাজস্ব কর্মকর্তা মোহসীন আলী ও আবদুস সিদ্দিক। মোহসীন আলী বর্তমানে অবসরকালীন ছুটিতে ও আবদুস সিদ্দিক খুলনায় কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদ বলেন, নিলাম মূল্য সরকারি কোষাগারে জমা না দিয়ে জাল নথি ব্যবহার করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে বন্দর থেকে ওই ১৪টি কন্টেইনার নিয়ে যাওয়া হয়। দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় এবং দন্ডবিধির ৪০৯,৪২০,৪৬৭,৪৬৮,৪৭১,২০১ ও ১০৯ ধারায় মামলাটি করা হয়।

আদালত সূত্র জানায়, ১৪টি কন্টেইনারে থাকা ৪০৪ মেট্রিক টন ত্রুড গ্লিসারিন নিলামে কেনার পর নিলাম মূল্য ৭০ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ওই পণ্য অবৈধভাবে বন্দর থেকে বের করে নেওয়া হয়। আত্মসাত করা এসব গ্লিসারিন দুই ব্যক্তির কাছে বিক্রি করা হয়। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর হালিশহরের একটি ওয়ার্কশপ থেকে এই গ্লিসারিন উদ্ধার করে কাস্টমস কর্মকর্তারা।

এ ঘটনার তদন্ত শেষে গত ৩০ আগস্ট দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান ১১ জনকে আসামি করে হালিশহর থানায় মামলা করেন। মামলার পরই দুদকের একটি দল অভিযান চালিয়ে বন্দরের সহকারী পরিদর্শক (পরিবহন) মনোয়ার হোসেন, উচ্চমান বহিঃসহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশকে গ্রেফতার করেছিল।