রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার তিন

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ | ৫:০৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে কাটিরহাট, বুড়িশ্চর ও কামিনী মহাজনের বাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মাঈনুদ্দিন (২৬), বাসু কান্তি (৩০) ও ছবুর মিয়া (২৬)।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িশ্চর ভরাপুকুর পাড় এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ মাঈনুদ্দিন, কামিনী মহাজনের বাড়ি এলাকা থেকে ৫৬ পিস ইয়াবাসহ বাসু ও কাটিরহাট এলাকা থেকে ১০ লিটার চোলাইমদসহ ছবুর মিয়াকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।