রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ৭:১১ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে নাজিরহাট রেল লাইনের পূর্ব পাশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত কার্যালয় এলাকা থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।