রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রলার মেরামতে নদীতে নেমে জেলের মৃত্যু

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৩৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ফিশিং ট্রলার মেরামতের জন্য নদীতে নেমে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর ইছানগরে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবছার (৬০) চট্টগ্রামের সন্দ্বী উপজেলার মাইকভাঙ্গা এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সকালে ইছানগর এলাকায় নোঙ্গর করা অবস্থায় এফভি এসআরএল-৭ ট্রলারের প্রোপেলারে জাল আটকে গেলে তিনি মেরামত করতে নামেন। কোমরে রশি বেঁধে নদীতে নামার পর ফিরে না আসায় রশি টেনে তাকে অচেতন অবস্থায় উপরে তোলা হয়। এরপর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্বাসরোধে তার মৃত্যু হতে পারে।