দেড় হাজার মন্ডপের নিরাপত্তায় আড়াই হাজার পুলিশ

চট্টগ্রাম: আসন্ন দুর্গাপূজায় চট্টগ্রামের এক হাজার ৫২১টি পূজামন্ডপের নিরাপত্তায় মোট দুই হাজার ৪১৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নুরে আলম মিনা। সোমবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, চট্টগ্রামের মন্ডপগুলোকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৩০৫টি অধিক গুরুত্বপূর্ণ, ৪৫৩টি গুরুত্বপূর্ণ ও ৭৬৩টি সাধারণ মন্ডপ। এসব মন্ডপের নিরাপত্তায় মোট দুই হাজার ৪১৫ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

নুরে আলম মিনা বলেন, পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ফেইসবুক, টুইটার কিংবা ব্লগ বা মোবাইল ফোনে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক পোস্ট কিংবা ছবি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া, বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও থানার ওসিরা।