দুই হাজার রোহিঙ্গাকে চিকিৎসা সেবা দিল চসিকের চিকিৎসকরা

চট্টগ্রাম: দুই হাজার আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীকে চিকিৎসা সেবা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চিকিৎসক দল। সোমবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক সহ ১২ সদস্যের দলটি সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

সিটি কর্পোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমার থেকে আসা আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিকিৎসক দল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে প্রয়োজনীয় ঔষধপত্র ও চিকিৎসা সরঞ্জামসহ ওই দলটি সেখানে যায়।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে তারা দুটি দলে বিভক্ত হয়ে সোমবার সারাদিনে ২ হাজার রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসাসহ ঔষধপত্র দিয়েছেন। এ চিকিৎসাসেবা চলাকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. আবুল কালাম আজাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যক্যাম্প পরিদর্শন করেন। এছাড়াও কক্সবাজার জেলার সিভিল সার্জন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেডিকেল দলকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন।