বাঁশখালীতে বাধার মুখে জাতীয় পার্টির সভা স্থগিত

চট্টগ্রাম: জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা সভা বাধার মুখে স্থগিত করা হয়েছে। এই আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন মাহমুদুল ইসলাম চৌধুরী।

পরিবহন শ্রমিকদের ব্যানারে বুধবার বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা হওয়ার কথা ছিল। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ প্রধান অতিথি এবং পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ সাতজন সংসদ সদস্যকে বিশেষ অতিথি করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাঁশখালীতে আওয়ামী লীগের চারটি গ্রুপ আছে। রোববার বিকেলে আওয়ামী লীগের একটি গ্রুপের কিছু নেতাকর্মী পুলিশ পাহারায় সভাস্থলে পেশিশক্তির মহড়া প্রদর্শন করে। তারা এমপির নামে স্লোগান দিয়েছে। এমপির অনুসারীরা সাবেক রাষ্ট্রপতি এরশাদকে প্রতিহত করতে মাঠে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে টেলিফোনে সভার তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হয়। এরশাদ সাহেবকে বিষয়টি জানালে তিনি হতবাক হয়ে যান। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত গ্রহণ সাপেক্ষে নতুন তারিখ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন থানা জাপা সভাপতি আমিনুর রশীদ চৌধুরী, শ্রমিক নেতা মো. বদিউল আলম ও মোহাম্মদ আনছার।

এদিকে অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বাঁশখালীর মানুষ ওই সংবর্ধনা সভা আয়োজনে বাধা সৃষ্টি করছে। কারণ অতীতে তিনি ক্ষমতাসীন দলের নেতা থাকার পরও এলাকার উন্নয়নে কোনো কাজ করেননি। বাধা দেওয়ার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।