রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ৫:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় জোহরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের খলিফা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

জোহরা বেগম খলিফা পাড়া ছুন্নু মিয়া তালুকদার বাড়ির শুক্কুর মিয়ার স্ত্রী। তিনি পাঁচ ছেলে ও পাঁচ কন্যার জননী।

মির্জাপুর ইউনিয়নের ইউপি সদস্য রুপেন কুমার শীল বলেন, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় নাজিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে জোহরা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। জোহরা শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী ছিলেন।