রোহিঙ্গাদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া

চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও ২০ টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার সকাল ১০টা এবং বেলা সোয়া ১১টায় ত্রাণবাহী উড়োজাহাজ দুটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। এ নিয়ে আটটি চালানে রোহিঙ্গাদের জন্য ৭৭ মেট্রিক টন ত্রাণ পাঠিয়েছে ইন্দোনেশিয়া।

বাংলাদেশের পক্ষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান সোমবার এসব ত্রাণ গ্রহণ করেন; তিনি বলেন, ইন্দোনেশিয়া থেকে আরও ২০ টন ত্রাণ পাঠানো হয়েছে। দুটি কার্গো বিমানে করে ত্রাণ আনা হয়। ত্রাণগুলোর মধ্যে লুঙ্গি, জেনারেটর, ফ্যামিলি কিটস, বিস্কুট, নারকেল তেল ও বিভিন্ন ধরনের খাবার সামগ্রী রয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট ইন্দোনেশিয়া সরকার পাঠানো ত্রাণের প্রথম দুটি চালান চট্টগ্রাম এসে পৌঁছে। ওই চালানে ২০ টন ত্রাণ সামগ্রী ছিল। যার মধ্যে চাল, তাঁবু, কম্বল ও শুকনো খাবার ছিল। পরদিন ১৫ আগস্ট আরও দুটি চালান পাঠায় ওই দেশের সরকার। দুটি চালানে কম্বল, চিনি, কাপড়, পানির ট্যাংক, ফ্যামিলি কিটস ও ১০ মেট্রিক টন চালসহ মোট ১৭ টন ত্রাণ ছিল। ১৬ অগাস্ট দুটি চালানে আরও ২০ টন ত্রাণ পাঠায় ইন্দোনেশিয়া।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এ দুটি চালানসহ এখন পর্যন্ত পাঁচটি দেশ থেকে মোট আড়াইশ মেট্রিক টন ত্রাণ চট্টগ্রামে পৌঁছেছে। এর মধ্যে ভারত দুটি বিমানে ১০৭ টন, ইন্দোনেশিয়া আটটি বিমানে ৭৭ টন, ইরান একটি বিমানে ৪০ টন, মরক্কো একটি বিমানে ১৪ টন এবং মালয়েশিয়া একটি বিমানে ১২ টন ত্রাণ পাঠিয়েছে।

রোহিঙ্গাদের জন্য মোট সাত হাজার টন ত্রাণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা। এছাড়া ইরান থেকে আরও ৫০ টন ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ দু-তিন দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছার কথা রয়েছে।