রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পটিয়া থেকে ১৭ রোহিঙ্গা আটক

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে ১২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে খরনা রাস্তার মাথায় চেক পোস্টে কয়েকজন রোহিঙ্গাকে আটক হয়। পরে তাদের তথ্যমতে একই পরিবারের অন্য রোহিঙ্গাকে পৌর সদরের গোবিন্দারখীল এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. তাহের (৬৫), তার স্ত্রী রশিদা খাতুন (৫৫), তাহেরের ছেলে নুরুল আলম (৩৫), তার স্ত্রী সখিনা বেগম (২৫)।

আটক অন্যরা হলেন- আরফা খাতুন (২০), নুর সাদেকা (৮), বোশেরা বেগম (৭), মো. আনস (৬), মো. রিয়াজ (৫), মোবাশের (৪), মো. শাহেদ (৩) ও ২ বছর ৩ মাসের শিশু মো. ওমান। আটক সবাই মিয়ানমারের মংডু এলাকার নুরুল্লা পাড়ার বাসিন্দা।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, টেকনাফ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফের সেখানকার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। রোহিঙ্গার অবস্থানের সুনির্দিষ্ট তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।