রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দেবে চসিকের চিকিৎসক দল

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৬:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে চিকিৎসক দল পাঠাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেবে চিকিৎসকদের দলটি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর নেতৃত্বে ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার ও প্যারামেডিকসহ দলটির সদস্য সংখ্যা মোট ১২ জন।

রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি মিয়ানমার থেকে আগত আহত ও রোগাক্রান্ত রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা দিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরে যাচ্ছে চিকিৎসকদের দল। মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে ঔষধপত্র, চিকিৎসা সরঞ্জামসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২ সদস্যের একটি দল সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার উদ্দেশ্যে রওনা দেবে।