চট্টগ্রাম: চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন টেম্পুকে পাঁচ সহযোগিসহ গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের কাছ থেকে দুইটি এলজি ও চার রাউন্ড কার্তুজ ও ছয়টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে হিলভিউ আবাসিক এলাকার বি-ব্লকের ৫ নাম্বার সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইসমাইল হোসেন টেম্পুর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার হওয়া তার সহযোগিরা হলেন- জাহেদ হোসেন মুন্না, মো. সোহেল, রবিউল প্রকাশ মানিক, ইলিয়াছ কাঞ্চন ও মো. তৌহিদ।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালীউদ্দিন আকবর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী টেম্পুকে তার পাঁচ সহযোগিসহ গ্রেফতার করা হয়েছে। টেম্পু ও মুন্নার কাছ থেকে একটি করে এলজি ও দুই রাউন্ড করে কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোহেল, মানিক ও ইলিয়াছে কাছ থেকে ধারালো অস্ত্র পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।