রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৭ | ৫:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে পতেঙ্গা ও বাকলিয়া থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম কালুর (৬০) বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর সরতা গ্রামে ও নিহত অপরজন নাজিমুর রহমান বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বিদেশ ফেরত ছেলেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অটোরিকশার সংঘর্ষে নুরুল ইসলাম নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার সকালে পতেঙ্গা থানার বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, রোববার সকালে বাকলিয়া থানার পাঁচ নম্বর ব্রিজের কাছে মাহেন্দ্রর সঙ্গে পিকআপের সংঘর্ষে নাজিমুর রহমান নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বহদ্দারহাট থেকে আসা মাহেন্দ্রটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের সংঘর্ষ হলে মাহেন্দ্রটি রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির কাচ ভেঙে নাজিমের গলায় আঘাত লাগে।