বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

তাঁতী লীগের নেতার মায়ের মৃত্যু, ওবায়দুল কাদের ও বিপ্লব বড়ুয়ার শোক

| প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০২৩ | ৯:০৬ অপরাহ্ন


বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সভাপতি দিদারুল আলমের মাতা খাদিজা বেগমের (৮১) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আজ বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারা মরহুমা খাদিজা বেগমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খাদিজা বেগম। মৃত্যুকালে তিনি ৪পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ এশা শরীফপাড়া জামে মসজিদে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের আহমদুর রহমান সওদাগরের বাড়ির মো. শফি আলমের স্ত্রী।