মাগুরায় ফের ধর্ষণের শিকার শিশু

সৈয়েদা ফাতেমা পিংকী, ঢাকা : মাগুরা পৌরসভার একটি গ্রামে আট বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে ঘটে এ নারকীয় ঘটনা। এ ঘটনায় পুলিশ ১৭ বছরের এক কিশোরকে আটক করেছে! ধর্ষণের শিকার শিশুটিকে ভর্তি করা হয়েছে মাগুরা সদর হাসপাতালে।

জানা যায়, প্রতিবেশী ওই কিশোর দুপুর ১২টার দিকে শিশুটিকে সুকৌশলে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশের আখের ক্ষেতে নিয়ে যায়। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করে।

হাউমাউ করে কাঁদতে দেখে স্থানীয় কৃষকরা শিশুটিকে উদ্ধার করে। এসময় কিশোরটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে কৃষকরা। শিশুটিকে মাগুরা হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ওসি মো. হুসেইন ইলিয়াস একুশে পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে কিশোরটির বাবা-মাকে থানায় হাজির করা হয়। পরে ওই কিশোর নিজেও থানায় আসে এবং ধর্ষণের ঘটনা স্বীকার করেছে।

ধর্ষণের শিকার শিশুটির বাবা শনিবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।

সন্তানের মানসিকতায় যে নেতিবাচক ছাপ এই শিশুবয়সে পড়ে গেল তা নিয়ে তিনি ভীষণ চিন্তিত। সরকারিভাবে শিশুটিকে দ্রুত শিশু-মনস্তত্ত্ববিদের নিকট কাউন্সিলিংয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।