রোহিঙ্গাদের দেখা গেলে প্রশাসনকে জানানোর অনুরোধ

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে চট্টগ্রামের কয়েকটি উপজেলা থেকে আটকও হয়েছে রোহিঙ্গারা। এ অবস্থায় রোহিঙ্গাদের দেখা গেলে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে জানাতে অনুরোধ করেছে জেলা প্রশাসন।

শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয়ের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, চট্টগ্রাম জেলার যেকোনো এলাকায় রোহিঙ্গাদের পাওয়া গেলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্যসহ মানবিক সাহায্য দিয়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নিতে হবে। তাদের বিষয়ে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিদের জানালে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. রমিজ আলম বলেন, রোহিঙ্গা ছড়িয়ে পড়া ঠেকাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রসঙ্গত গত তিন সপ্তাহে নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে আরও প্রায় চার লাখ শরণার্থী। কয়েক যুগ ধরে প্রায় চার লাখ রোহিঙ্গা বসবাস করে আসছে এদেশে। এদের অনেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে ছড়িতে পড়তে দেখা যাচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামের পতেঙ্গা, চান্দগাঁও, বাকলিয়া, হাটহাজারী, সীতাকুন্ড এলাকায় রোহিঙ্গাদের আটক করে কক্সবাজারে ফেরত পাঠায় পুলিশ।